ডিজিটাল ডেস্ক: সাধারণ মানুষের কাছ থেকে যথেচ্ছ বাস ভাড়া নেওয়ার একাধিক অভিযোগ এসেছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে। অন্যদিকে বাস মালিক এবং চালকরাও পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নজরে রেখে বাস ভাড়া বাড়ানো নিয়ে দাবি জানিয়েছেন। এখনো পর্যন্ত সরকার বাস ভাড়া বাড়ানো নিয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় নিজেদের মর্জি অনুযায়ী বাস মালিকরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন। আর সেই পরিস্থিতি সামাল দিতে এবার পরিবহণ মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম(firhad hakim) জানালেন, রাজ্য সরকার বাসভাড়া বাড়ানোর পক্ষপাতী নয়। তবে যদি কোথাও বেশি ভাড়া নেওয়া হয় তাহলে টিকিটসহ এফআইআর করার নির্দেশ দিয়েছেন তিনি। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে বাসে ভাড়ার চার্ট লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর এবার আরও কড়া পদক্ষেপের আভাস দিলেন ফিরহাদ হাকিম। যদিও এখনও বাস মালিকরা মেয়রের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া দেয়নি।
এবার চিরতরে বন্ধ হতে চলেছে নিম্নমানের প্লাস্টিক ব্যবহার, বিধি ভঙ্গে জরিমানা
ডিজিটাল ডেস্ক : পরিবেশবিদরা বারবার সাবধান করা সত্ত্বেও প্লাস্টিক ব্যবহার ক্রমশ বেড়েই চলছিল। যার ফলে পরিবেশ দূষণও লাগামছাড়া হারে বেড়ে...
Read more