কলকাতা, ৫ জুনঃ ভাড়া বৃদ্ধির দাবিতে কলকাতা ও দুই ২৪ পরগনায় বাস ধর্মঘটের ডাক দিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। জানা গিয়েছে, বৃহস্পতিবার (৭ জুন) এই ধর্মঘট হবে। বাস মালিকদের দাবিমতো সোমবার বৈঠকে বসেছিল জয়েন্ট কাউন্সিল। তারপর ধর্মঘটের দিন জানানো হয়। বাস মালিকদের বক্তব্য পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি সহ একাধিক কারণে বাস চালানোর খরচ বাড়লেও খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বাড়েনি। এনিয়ে আগে রাজ্য পরিবহণ দপ্তরের দ্বারস্থ হয়েছিল পরিবহন সংগঠনগুলি। জানা গিয়েছে, এই ধর্মঘটে সামিল হচ্ছেন মিনিবাস মালিকরাও।