রাঙ্গালিবাজনা, ৬ নভেম্বরঃ প্রায় ২০ বছর পর বুধবার থেকে ফের সরকারি বাস পরিসেবা চালু হল আলিপুরদুয়ার জেলার টোটোপাড়ায়। বাসটি টোটোপাড়া ও আলিপুরদুয়ার জেলা সদরের মধ্যে যাতায়াত করবে। স্থানীয়রা জানান, একসময় টোটোপাড়া থেকে আলিপুরদুয়ার পর্যন্ত সরকারি বাস পরিসেবা চালু ছিল। এরপর ওই পরিসেবা বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবেই, জিপ জাতীয় গাড়িতে দ্বিগুন বা তিনগুন বেশি ভাড়া দিয়ে বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করতে হয় টোটো পাড়ার বাসিন্দাদের। বুধবার সবুজ পতাকা নেড়ে বাসটির যাত্রার করেন এনবিএসটিসির বোর্ড সদস্য মৃদুল গোস্বামী।
প্রসঙ্গত, মাদারিহাট বীরপাড়া ব্লকের প্রত্যন্ত এলাকা টোটোপাড়ার দূরত্ব কমবেশি ২৫ কিমি। টোটোপাড়া যেতে পার হতে হয় বেশ কয়েকটি সেতুবিহিন নদী। তাই বারবার সরকারি বাস পরিসেবা চালুর দাবি জানিয়ে আসছিলেন টোটোপাড়ার বাসিন্দারা । ফের বাস পরিসেবা চালু হওয়ায় খুশি টোটোপাড়াবাসী।