ডিজিটাল ডেস্ক : সম্প্রতি উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মূলায়ম সিং যাদবের(Mulayam Singh Yadav) মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে ফাঁকা হয়ে গিয়েছে উত্তরপ্রদেশের মইনপুরী লোকসভা আসনটি। যথারীতি অনিবার্য হয়ে উঠেছে ওই আসনে উপনির্বাচন।
আর এবার মুলায়ম সিং যাদবের রেখে যাওয়া আসনে উপনির্বাচনে প্রার্থী হিসেবে রাজনৈতিক লড়াইতে নামছেন অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। প্রসঙ্গত, গত ১০ ই অক্টোবর মৃত্যু হয় মূলায়ম সিং যাদবের। আর সেই সূত্রেই ফাঁকা হয়ে গিয়েছে উত্তরপ্রদেশের মইনপুর আসনটি। কমিশনের নির্দেশ অনুযায়ী জানা গিয়েছে, আগামী পাঁচই ডিসেম্বর উপনির্বাচন হতে চলেছে এবং নির্বাচনের ফলাফল জানা যাবে আগামী ৮ ই ডিসেম্বর।
প্রসঙ্গত উল্লেখ্য, মুলায়ম সিং যাদবের পুত্রবধূ ডিম্পল যাদব কিন্তু কনৌজ কেন্দ্রের দুইবারের সাংসদ। অন্যদিকে আবার মইনপুর কেন্দ্রে কিন্তু মুলায়ম সিং যাদবের ব্যাপক ক্যারিশমা ছিল বলে জানা যায়। এখন সেই জায়গায় মুলায়ম সিং যাদবের পুত্রবধূ ডিম্পল যাদব সেই ক্যারিশমা দেখাতে পারেন কিনা সেটাই দেখার।