নয়াদিল্লি: দেশের মোট ১০ আসনের উপনির্বাচনের মধ্যে পাঁচটিতেই বিপুল জয় পেল গেরুয়া শিবির। দু’টি আসনের দখল নিয়েছে কংগ্রেস। একটি করে আসন জিতল আম আদমি পার্টি, শিরোমণি অকালি দল (অমৃতসর) এবং ওয়াইএসআর কংগ্রেস।
উত্তরপ্রদেশের আজমগড় ও রামপুর লোকসভা আসনেই জিতেছে বিজেপি। রামপুরের ঘনশ্যাম সিং লোধি এবং আজমগড় আসনে দীনেশলাল যাদব জয়ী হয়েছেন। এদিকে, পঞ্জাবে সাংগ্রুর লোকসভা আসনে জয়ী হয়েছেন অকালি দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর প্রার্থী সিমরানজিৎ সিং মান।
ত্রিপুরার চার বিধানসভার মধ্যে তিনটি আসনেরই দখল নিয়েছে বিজেপি (BJP)। বরদোয়ালি কেন্দ্র থেকে এই প্রথমবার নির্বাচনে লড়েছেন ত্রিপুরার সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী মানিক সাহা। কংগ্রেসের আশিস সাহাকে ছ’হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। ৩০ বছরে প্রথমবার যুবরাজনগরে হারল সিপিএম। এই কেন্দ্রটিতেও জয় পেয়েছে বিজেপি। বামেরা নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে। সুরমা কেন্দ্রটিতেও বড় ব্যবধানে জিতেছে বিজেপি। এই কেন্দ্রে দ্বিতীয় হয়েছেন কংগ্রেস এবং তিপ্রা মথা সমর্থিত নির্দল প্রার্থী। তবে তিন আসনে জিতলেও বিজেপির জন্য অস্বস্তির কাঁটা হয়ে থাকল আগরতলা কেন্দ্রটি। ওই কেন্দ্রে বিজেপির হাত থেকে জয় ছিনিয়ে এনেছেন কংগ্রেসের সুদীপ রায় বর্মন।
দিল্লির রাজিন্দরনগর বিধানসভা আসনে জয়ী হয়েছে আম আদমি পার্টির দুর্গেশ পাঠক। অন্ধ্রপ্রদেশের আতমাকুর বিধানসভা আসনে জয়ী হয়েছেন জগন মোহন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেসের প্রার্থী মেকাপাতি বিক্রম রেড্ডি। ঝাড়খণ্ডের মন্দারে বিধানসভা আসনে জিতেছেন কংগ্রেসের শিল্পী নেহা তিরকি।
আরও পড়ুন : পাঞ্জাবের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কেন্দ্রে হার আপ প্রার্থীর