ডিজিটাল ডেস্ক: সময় যত যাচ্ছে, ততই শ্রীলংকার(srilanka) অর্থনৈতিক সংকট আরো জটিল আকার ধারণ করছে। কার্যত শ্রীলংকার সাধারণ মানুষের জীবনধারণ এককথায় ভয়ংকর কঠিন হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। এই অবস্থায় রাতারাতি শ্রীলংকার মন্ত্রীসভার সমস্ত সদস্য একযোগে পদত্যাগ করলেন। তবে প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে পদত্যাগ করেননি। সূত্রের খবর, রবিবার শ্রীলংকার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার সদস্যরা। সেখানেই পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অন্যদিকে সরকারের বিরুদ্ধে শ্রীলংকার জনরোষ ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কার্ফু জারি করেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে, এবার নতুন মন্ত্রীসভা গঠন করে শ্রীলঙ্কার চরম আর্থিক সঙ্কটকে সামাল দেওয়ার চেষ্টা করা হবে। পরিস্থিতির ওপর নজর রাখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: পঞ্জাব প্রদেশের গভর্নরকে বরখাস্ত করল পাক সরকার