কলকাতা: গোরু পাচার মামলায় জেলবন্দি বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)। সিবিআইয়ের পাশাপাশি ইডিও গ্রেপ্তার করেছে তাঁকে। জামিনের আবেদন এবং ইডি’র মামলা খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের দাপুটে নেতা। জামিন মামলায় এবার সিবিআইকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টে অনুব্রত’র আইনজীবী জানান, এই মামলায় মূল অভিযুক্ত ইমানুল হক সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। বিএসএফ আধিকারিক সতীশ কুমারও জামিন পেয়েছেন। অনুব্রত মণ্ডল মূল অভিযুক্ত নন। তাঁর বিরুদ্ধে শুধু অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। বিচারপতি প্রশ্ন করেন, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কয়টি মামলা দায়ের হয়েছে? জবাবে তাঁর আইনজীবী জানান, দু’টি। একটু গরু পাচার মামলা। আরেকটি পিএমএলএ মামলা। পিএমএলএ মামলায় ১৭ নভেম্বর থেকে জেলে রয়েছেন তিনি। এরপর সিবিআইকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। আগামী ১৬ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।