কলকাতা: নোটকাণ্ডে ধৃত ঝাড়খণ্ডের সাসপেন্ড তিন কংগ্রেস বিধায়কের আর্জি বৃহস্পতিবার খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সিবিআই কিংবা অন্য কোনও নিরপেক্ষ কেন্দ্রীয় সংস্থার হাতে তদন্তের আর্জি জানিয়েছিলেন তাঁরা। সেই আর্জি খারিজ করে দেয় আদালত। পাশাপাশি সিআইডি তদন্তের ওপর স্থগিতাদেশের আর্জিও খারিজ করা হয়। বৃহস্পতিবার বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের একক বেঞ্চ এই নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শনিবার প্রায় ৪৯ লক্ষ টাকা নিয়ে হাওড়া পুলিশের হাতে ধরা পড়েন ইরফান আনসারি, রাজেশ কশ্যপ এবং নমন বিকশল কোঙ্গারি। এই নিয়ে বিতর্ক ছড়াতেই রবিবার তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করে কংগ্রেস। সাসপেন্ড করা হয় তিন বিধায়ককে। তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। একইসঙ্গে তাঁদের দুই সঙ্গীকেও গ্রেপ্তার করা হয়। তবে কোথা থেকে এত টাকা এল, কার নির্দেশে কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে তদন্তে নামে সিআইডি। সিআইডি তদন্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন ঝাড়খণ্ডের সাসপেন্ড তিন কংগ্রেস বিধায়ক। সেই আর্জিই এদিন খারিজ হয়।