ডিজিটাল ডেস্ক : কলকাতার(kolkata) বাসিন্দা তৃষিত বিশ্বাস ২০১৯ সালের নভেম্বর মাস থেকে নিখোঁজ হয়ে রয়েছেন। এখনও পর্যন্ত তাঁর কোন হদিস খুঁজে পায়নি পুলিশ। অবশেষে ছেলের খোঁজে আদালতের দ্বারস্থ হয়েছেন পরিবার। আর সেই মামলায় কলকাতা হাইকোর্ট এবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, ২০১৯ সালের নভেম্বর মাসে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র কলকাতার বাসিন্দা তৃষিত বিশ্বাস হঠাৎই বাড়ি থেকে বের হন। কিন্তু তারপর তিনি আর বাড়ি ফেরেননি। ছেলের সন্ধান পেতে বাবা-মা নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন।
কিন্তু পুলিশ জেনারেল ডাইরি করলেও এফআইআর নেয়নি বলে অভিযোগ উঠেছে। ঘটনার আট মাস পর পুলিশ তদন্ত শুরু করে। সে সময় একজনকে গ্রেপ্তারও করা হয়। তারপর সেই ব্যক্তি ছাড়াও পেয়ে যায়। পুলিশ শেষ পর্যন্ত এই মামলা বন্ধ করে দেয়। আর কোন রাস্তা না দেখে শেষ পর্যন্ত ওই নিখোঁজ ছাত্রের অভিভাবক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সোমবার। বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে মামলার শুনানির পরিপ্রেক্ষিতে বিচারপতি নির্দেশ দিয়েছেন দ্রুত যাতে এই মামলার তদন্তভার সিবিআই গ্রহণ করে। এই ঘটনার সঙ্গে বাংলাদেশের যোগসূত্র পাওয়া যাচ্ছে।
যার ফলে এই নিখোঁজের ঘটনা কিন্তু অন্য মাত্রা গ্রহণ করেছে। এই মামলায় একটা সময় সিআইডিও তদন্ত করছিল, কিন্তু কোন কিনারা হয়নি। আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত যাতে সিআইডি সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেয়। কার্যত সিবিআই এবার তদন্ত করে নিখোঁজ ছাত্রের হদিশ পায় কিনা সেটাই দেখার।