ডিজিটাল ডেস্কঃ ২০১৯ এর পর ২০২২। মেট্রোর কাজ চলাকালীন ভয়ঙ্কর অভিজ্ঞতা ফিরে এলো আবার বউবাজারে। জানা গিয়েছে, বউবাজার পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডে দুর্গাপুর পিতুরি লেনে অন্তত ১৪ টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। বাসিন্দাদের তড়িঘড়ি সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এবার শোনা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ভেঙে ফেলার চিন্তা ভাবনা চালাচ্ছে কলকাতা পুরসভা। তবে তার আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিয়ে ঐ এলাকার বাড়ি ও মাটির স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। এই নিয়ে মেয়র ফিরহাদ হাকিম পুর ভবনে শুক্রবার কেএমআরসিএলকে নিয়ে একটি বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে কেএমআরসিএল সূত্রে জানা যাচ্ছে, সুড়ঙ্গের যে ১১ টি জায়গা থেকে জল বের হচ্ছিল, তা বন্ধ করা গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, কলকাতা পুরসভা আর কোনরকম ঝুঁকে নিতে চাইছে না। আপাতত বউবাজার পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকেই নজর থাকছে ওয়াকিবহাল মহলের।
শিয়ালদহ মেট্রোর জন্য রেলের ছাড়পত্রের সময়সীমা শেষের পথে, কবে হবে উদ্বোধন?
ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিন যাবৎ শিয়ালদহ(Sealdah) মেট্রো(metro) উদ্বোধন নিয়ে ব্যাপক টানাপোড়েন চলছে। সমস্ত কিছু সম্পন্ন হয়ে যাবার পরেও নিয়মের গেরোয় আটকে...
Read more