ডিজিটাল ডেস্ক: কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে আসন বাড়ানো নিয়ে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখানো চলছে। গত সোমবার বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে স্নাতকোত্তরের আসন সংখ্যা বৃদ্ধি করার দাবি করা হয়। এমনকি পুলিশের সঙ্গে বাম ছাত্র সংগঠনের ধস্তাধস্তিও হয়। অন্যদিকে মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেও একই দাবিতে বিক্ষোভ দেখানো হয়। কিন্তু এত বিক্ষোভের পরেও কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু নিজেদের অবস্থান থেকে একচুলও নড়ছে না। কার্যত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবার জানিয়ে দিলেন, স্নাতকোত্তরে আসন সংখ্যা বৃদ্ধি করা এই মুহূর্তে কোন মতেই সম্ভব নয়। খুব স্বাভাবিকভাবেই উপাচার্যের বিবৃতির পর নতুন করে চাপানউতোর বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে।
রাজগঞ্জে বিপুল টাকা সহ আটক ৭
রাজগঞ্জ: বিপুল পরিমাণ টাকা সহ ৭ জনকে আটক করল রাজগঞ্জ (Rajganj) থানার পুলিশ। স্থানীয় সূত্র জানা গিয়েছে, টাকার পরিমাণ প্রায়...
Read more