ডিজিটাল ডেস্ক: হোক না পোষ্য, তবু সে তো কুকুর বটে। আর এই অমোঘ সত্যটি বলার কারণে প্রাণ হারাতে হল এক বৃদ্ধকে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) দিন্দিগুল জেলার থাডিকোম্বু থানা এলাকায়। জানা গিয়েছে, থাডিকোম্বু থানা এলাকার বাসিন্দা ড্যানিয়েল ও ভিনসেন্ট একটি কুকুর পোষেন। এই দুজনেই মৃত ব্যক্তি রায়াপ্পানের আত্মীয় বলে জানা যায়। অভিযোগ উঠেছে, ড্যানিয়েল ও ভিনসেন্টের পোষ্যটিকে রায়াপ্পান বারবার কুকুর বলে সম্মোধন করতেন। আদরের পোষ্যকে বারবার কুকুর বলে ডাকা মেনে নিতে পারেননি ভিভসেন্ট ও ড্যানিয়েল। তাঁরা সাবধান করেন রায়াপ্পান ও তাঁর পরিবারকে, যাতে তাঁদের পোষ্যকে এভাবে না ডাকা হয়।
অন্যদিকে আবার জানা যাচ্ছে, ভিনসেন্ট এবং ড্যানিয়েলদের পোষ্যটি প্রায়ই এলাকার সাধারণ মানুষের ওপর হামলা করত। আর তা নিয়ে বেশ কয়েকবার রীতিমতন বচসা তৈরি হয় বলেও জানা গিয়েছে পুলিশি সূত্রে। ঘটনার দিন জমিতে জলের পাম্প বন্ধ করার জন্য রায়াপ্পান তাঁর নাতিকে পাঠিয়েছিলেন। পথে প্রতিবেশীদের কুকুর হামলা চালাতে পারে বলে তাঁর নাতিকে একটি লাঠি নিয়ে বের হবার নির্দেশ দেন তিনি। আর এই কথাই শুনে ফেলে প্রতিবেশী ড্যানিয়েল এবং ভিনসেন্ট।
এরপরেই তাঁরা রায়প্পান নামক বৃদ্ধের উপর হামলা চালায়। তাঁদের লাঠির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বৃদ্ধ এবং সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনার পর এলাকা থেকে রীতিমতো চম্পট দেয় আততায়ীরা। যদিও শেষ রক্ষা হয়নি, পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। আপাতত এই ঘটনার পেছনে অন্য কোন কারণ আছে কিনা সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে। তবে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।
আরও পড়ুন: Hyderabad News | হায়দ্রাবাদের প্রকাশ্যে কুপিয়ে খুন যুবককে, অভিযুক্তরা অধরা