ডিজিটাল ডেস্ক : বিশ্বকাপ জ্বরে মাতোয়ারা সারা বিশ্ব। এবারের বিশ্বকাপ ফুটবলের আসর বসেছে কাতারে। প্রথম থেকেই এবারের বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটেই চলেছে। তবে তার মধ্যেই বড়সড়ো ধাক্কা খেলো বিশ্বকাপের অন্যতম দল ক্যামেরুন। প্রসঙ্গত, এই মুহূর্তে খুব বড় কোন অঘটন না ঘটলে এবারের মতন বিশ্বকাপ থেকে বিদায় নিতে চলেছে আফ্রিকার এই দেশ। এর পেছনে প্রথম ম্যাচ ড্র এবং দ্বিতীয় ম্যাচ হেরে যাওয়া অন্যতম কারণ। তবে তার মধ্যেই এবার শৃঙ্খলা ভাঙার কারণে দলের প্রথম সারির গোলরক্ষককে সাসপেন্ড করা হল।
জানা গিয়েছে, বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ক্যামেরুন হেরে যায়। তারপর গোলরক্ষক আন্দ্রে ওনানা দলকে ছেড়ে মাঠ থেকে বেরিয়ে আসেন। যার ফলে ক্যামেরুনের ফুটবল ফেডারেশন ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে। এমনকি তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য ক্যামেরুনের গোলরক্ষক আন্দ্রে ওনানাকে সাসপেন্ড করা হয়েছে। ক্যামেরুনের সঙ্গে একই গ্রুপে রয়েছে ব্রাজিল, সুইজারল্যান্ড এবং সার্বিয়া। ক্যামেরুনের বাকি রয়েছে আর একটাই ম্যাচ।
প্রসঙ্গত, ক্যামেরুন ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হচ্ছে, “প্রধান কোচ রিগোবার্ট সংয়ের সিদ্ধান্তের উপর সমর্থন জানিয়ে ক্যামেরুন ফুটবল ফেডারেশন ও তার সব সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে যে আন্দ্রে ওনানাকে শৃঙ্খলাভঙ্গের দায়ে সাময়িক বরখাস্ত করা হল। এই বিষয়ে কোচের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। ফেডারেশনের নিয়মগুলো জারি করতে হবে। জাতীয় দলের প্রতি সবাইকে দায়িত্ববান হতে হবে।” ক্যামেরুনের আর একটাই ম্যাচ বাকি, ব্রাজিলের সঙ্গে হবে শেষ ম্যাচ। এই ম্যাচে ব্রাজিলকে হারাতে পারলে তবেই ক্যামেরুন যাবে পরবর্তী ধাপে। কিন্তু ব্রাজিলকে হারানো ক্যামেরুনের পক্ষে অনেকটাই বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ ক্যামেরুন নেবার আগেই দলে যে বড় ধাক্কা লাগলো তা নিয়ে কোন সন্দেহ নেই।