ফালাকাটা: ফালাকাটাতে (Falakata) প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করতে এবার প্রচার শুরু করল পুরসভা। বুধবার থেকে টোটোতে করে মাইক বাজিয়ে শহরের অলিগলিতে চলছে প্রচার। ক্রেতা-বিক্রেতা কেউ যাতে ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিক ব্যবহার না করেন তার জন্য প্রচার চলছে। মাইকে প্রচারের পর দোকান দোকানে লিফলেট বিলি করেও প্রচার করা হবে বলে পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে।
ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরি বলেন, ‘গোটা রাজ্যেই আগামী ১ জুলাই থেকে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। তাই ফালাকাটাতে যাতে কেউ তা ব্যবহার না করেন তার জন্য প্রচার শুরু করা হয়েছে। আশা করছি শহরের ক্রেতা-বিক্রেতা সবার সহযোগিতা পাব।’ ফালাকাটা পুরসভা সূত্রে জানা গেছে, ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও প্লাস্টিকের থালা, প্লেট, চামচ, গ্লাস, কাপ ইত্যাদিও নিষিদ্ধ। কেউ এগুলো বিক্রি করলে তাকে ৫০০ টাকা জরিমানা করা হবে। এছাড়াও কোনও ক্রেতা প্লাস্টিক নিয়ে ধরা পড়লে তাকেও ৫০ টাকা জরিমানা দিতে হবে। মানুষ যাতে প্লাস্টিকের বদলে কাপড়, পাটের ব্যাগ বা অন্য কিছু ব্যবহার করেন তার প্রচার শুরু করেছে পুরসভা।
আরও পড়ুন: Falakata | একাধিক দাবিতে ফালাকাটায় সিপিএমের মিছিল