গঙ্গারামপুর: সন্ধ্যা হলেই পাড়ায় বসে মদের ঠেক। ফলে নেশায় আসক্ত হয়ে পড়ছে এলাকার যুব সমাজ। বেড়ে চলেছে পারিবারিক অশান্তি। এই নিয়ে সোমবার গঙ্গারামপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায় মদের ঠেকে অভিযান চালাল এলাকার প্রমিলা বাহিনী।
জানা গিয়েছে, ওই এলাকায় কয়েক হাজার মানুষের বসবাস। বেশিরভাগই দিনমজুর, চাষবাস করেন। অভিযোগ, সকাল বিকেল পাড়ায় কয়েকজন চোলাই তৈরি করছেন। সেই সঙ্গে বসছে মদের আসর। এলাকার যুবসমাজ নেশায় আসক্ত হয়ে পড়েছেন। সাংসারিক কলহ লেগেই থাকছে। পুলিশে জানিয়েও কাজের কাজ হয়নি। তাই এদিন সকালে লাঠিসোটা নিয়ে মদের ঠেকে অভিযান চালান প্রমিলা বাহিনী। নষ্ট করে দেওয়া হয় মদ সহ চোলাই তৈরির সরঞ্জাম। বিষয়টি জানাজানি হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বেগতিক বুঝে গা ঢাকা দেয় চোলাই কারবারিরা। ঘটনার তদন্ত করছে পুলিশ।