ডিজিটাল ডেস্ক :ন্যাটোর সদস্য পদ গ্রহণ করার কথা বলতেই ইউক্রেনের (Ukraine) উপর ঝাঁপিয়ে পড়ে রাশিয়া। সেই যুদ্ধ এখনও অব্যাহত। কিন্তু তার মধ্যে এবার ন্যাটোর সদস্যপদ পাকা করে ফেলল ফিনল্যান্ড এবং সুইডেন। জানা গিয়েছে, এই দুই দেশকে ইতিমধ্যেই গ্রীন সিগন্যাল দিল কানাডা। কানাডার তরফ থেকে সেখানকার বিদেশ মন্ত্রী মেলানি জলি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে যুক্ত হবার প্রসঙ্গে তাঁরাই প্রথম দেশ হিসেবে অনুমোদন দিল। একই সাথে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ফিনল্যান্ড এবং সুইডেনের উপর তার পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন। ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোয় যোগ দেওয়া নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কোন আপত্তি জানাননি ঠিকই, তবে তিনি জানিয়েছেন যদি কোন আগ্রাসী সামরিক পরিকাঠামো তৈরি হয়, তাহলে কিন্তু রাশিয়া প্রত্যাঘাত করবে। অন্যদিকে আবার ফিনল্যান্ড এবং সুইডেনকে আটকাতে তুরস্ক মরিয়া চেষ্টা চালাচ্ছে। তবে তাতে সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটো অন্তর্ভুক্তি যে আটকাচ্ছে না তা স্পষ্ট। কানাডার পর এবার কোন দেশ ফিনল্যান্ড এবং সুইডেনকে সবুজ সংকেত দেয়, সেদিকে নজর থাকছে আন্তর্জাতিক মহলের।
ইউক্রেনে হারলে পরমাণু যুদ্ধে নামবে রাশিয়া, হুঁশিয়ারি পুতিন ঘনিষ্ঠের
ডিজিটাল ডেস্ক : ক্রমশই যুদ্ধের আঁচ বাড়াচ্ছে রাশিয়া (Russia)। কিছুতেই কমছে না ইউক্রেইন রাশিয়া যুদ্ধ। যুদ্ধে প্রাণ হারিয়েছেন বহু সৈনিক।...
Read more