লন্ডন, ৪ মার্চঃ এবার করোনা আতঙ্কে বাতিল হয়ে গেল লন্ডনের বইমেলা। ১০-১২ মার্চ লন্ডনের অলিম্পিয়া এক্সিবিশনে বইমেলা হওয়ার কথা ছিল। দেশের বিভিন্ন প্রান্ত এবং দেশের বাইরের থেকেও প্রচুর মানুষ এই বই মেলায় সমাগম হয়। এত মানুষের ভিড়ের মধ্যে ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, সেই আতঙ্কেই বইমেলা বাতিলের কথা ঘোষণা করেছেন উদ্যোক্তারা।
আয়োজকদের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, অনিচ্ছা সত্ত্বেও চলতি বছরের বইমেলা তারা শুরু করতে পারছেন না’। জানা গিয়েছে, করোনা আতঙ্কে অনেক দেশ বিদেশের প্রকাশকই মেলায় অমশগ্রহণ করতে চাইছিলেন না।
রাস্তা দখলের বিরুদ্ধে সতর্ক করতে অভিযান মহাবীরস্থানে, একটুও বদলাল না পরিস্থিতি
শিলিগুড়ি: ফুটপাত দখল করে দোকান। আর এর জেরেই শিলিগুড়ির মহাবীরস্থান এলাকার যানজট সমস্যায় নাজেহাল পথচারী থেকে স্থানীয় বাসিন্দারা। বেশিরভাগ ব্যবসায়ীর...
Read more