ডিজিটাল ডেস্কঃ কিছুদিন পরেই শুরু হতে চলেছে পাঞ্জাব প্রদেশে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই এই নির্বাচন ঘিরে জোরদার প্রস্তুতি চলছে সবকটি রাজনৈতিক দলের। পাঞ্জাবে ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে প্রায় সবকটি দল। আর এবার পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং প্রার্থী তালিকা প্রকাশ করলেন। সম্প্রতি ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে নিজের নতুন দল তৈরি করেছেন, যার নাম পাঞ্জাব লোক কংগ্রেস। আর এবার পাঞ্জাব লোক কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করা হল। জানা গিয়েছে, প্রথম প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন ২২ জন। যার মধ্যে দু’জন মাঝার, তিনজন দোয়াবারের এবং ১৭ জন মালওয়া অঞ্চলের। পাশাপাশি জানা গিয়েছে, পাটিয়ালা থেকে নিজেই লড়াইতে নামছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। পাশাপাশি ক্যাপ্টেন জানিয়ে দিয়েছেন, প্রথম তালিকা প্রকাশের দুদিনের মধ্যে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হবে। একই সঙ্গে তিনি পাঞ্জাব কংগ্রেসের প্রধান নভজ্যোত সিং সিধুর প্রধান উপদেষ্টা মহম্মদ মোস্তাফার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ক্যাপ্টেন অমরিন্দর সিং পাঞ্জাবে এবার নিজের আলাদা দল নিয়ে কতটা প্রভাব ফেলতে পারেন বিধানসভা নির্বাচনে, সেদিকে নজর থাকছে রাজনৈতিক বিশেষজ্ঞদের।
উদয়পুরের হত্যাকারীর সঙ্গে বিজেপি যোগ? দাবি করছে কংগ্রেস
ডিজিটাল ডেস্ক : বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে (Nupur Sharma) সমর্থন করায় প্রাণ খোয়াতে হয়েছে উদয়পুরের এক ব্যক্তি কানহাইয়ালালকে। উদয়পুরের...
Read more