ডিজিটাল ডেস্ক : চলছে গুজরাট (Gujrat) বিধানসভা নির্বাচন। সকাল থেকেই বুথগুলিতে ভোট দাতাদের ভিড়। ভোট দিতে এসেছিলেন রবীন্দ্র জাদেজার পত্নী, রিভাবা জাদেজা। আর সেখানেই তিনি তাঁর পরিবার নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেন। প্রসঙ্গত, গুজরাট বিধানসভা নির্বাচনে জামনগর থেকে বিজেপি প্রার্থী হয়েছেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। কিন্তু ভোটের প্রচারে শুধুমাত্র রিভাবার স্বামী ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ছাড়া পরিবারের আর কাউকে দেখা যায়নি। কিন্তু উল্টোদিকে জামনগর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বিপেন্দ্র সিং জাদেজার হয়ে ভোট প্রচার করেছেন বোন নয়না। এমনকি রিভাবার শ্বশুর মশাইকেও তাঁর বিরুদ্ধে প্রচারে দেখা গিয়েছে।
স্বাভাবিকভাবেই পরিবারের মধ্যে রাজনীতি পাঁচিল তুলছে কি না এই প্রশ্নটাই বড় হয়ে দেখা দিয়েছে। আর এই প্রশ্নের উত্তরে রিভাবা জাদেজা জানিয়েছেন, তাঁর স্বামী রবীন্দ্র জাদেজা তাঁর পাশে রয়েছেন, এটাই সবথেকে বড় কথা। এ ব্যাপারে তিনি অন্য কিছু ভাবছেন না। একই সাথে তিনি বিজেপির জয়ের ব্যাপারে যে নিশ্চিত, সে কথা জানান। প্রসঙ্গত, রবীন্দ্র জাদেজার পরিবার দীর্ঘদিন ধরেই কংগ্রেসের সঙ্গে যুক্ত। সে জায়গায় রিভাবা জাদেজা বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোয় শুরু হয়েছে সমালোচনা। এ ব্যাপারে রিভাবার প্রতিক্রিয়া পাওয়া গেলেও তাঁর পরিবারের অন্য কেউ প্রতিক্রিয়া দেন নি। তবে জামনগর কেন্দ্রে যদি বিজেপির হয়ে রিভাবা জয়লাভ করেন, তাহলে ঘটনা কোন দিকে মোড় নেবে সেটাই দেখার।