নিশিগঞ্জ: বিপুল পরিমাণ গাঁজা সহ ৩ জনকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিশ। ধৃতরা হল মনোজকুমার বিশ্বাস, বিশ্বনাথ অধিকারী এবং আমির খান। মনোজ ও আমির কোচবিহার ১ ব্লকের বাসিন্দা। বিশ্বনাথ মালদার হাবিবপুরের বাসিন্দা।
শুক্রবার কোচবিহার ১ ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের মাঘপালা এলাকায় মনোজকুমার বিশ্বাসের বাড়িতে অভিযান চালায় পুলিশ। ৪৬৩ কেজি গাঁজা, একটি গাড়ি ও একটি বাইক সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়। শনিবার তাদের আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত চলছে।