উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় দর্শকদের জন্য বেশ উপভোগ্য হতে চলেছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। এবছর রেড কার্পেটে উপস্থিত থাকবেন অক্ষয় কুমার, এ আর রহমান এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে ফ্রান্সের এই জনপ্রিয় চলচ্চিত্র উৎসব। এবার কান চলচ্চিত্র উৎসবের ‘কান্ট্রি অফ অনার’ হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতকে। এছাড়াও উৎসবের ন’জন বিচারকের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ইতিমধ্যেই ফ্রান্সে পৌঁছেও গিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, আরও চমক রয়েছে। এবার ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে সত্যজিৎ রায়ের ছবি ‘প্রতিদ্বন্দ্বী’। এত কিছুর মধ্যেই শুরুর দিন রেড কার্পেটে দেখা যাবে অক্ষয় কুমার, এ আর রহমানের মতো তারকাদের। বলাই বাহুল্য এবছরের কান চলচ্চিত্র উৎসবে বসতে চলেছে চাঁদের হাট।
কেকের মৃত্যু নিয়ে কী বললেন এ আর রহমান?
ডিজিটাল ডেস্ক : কেকের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই শোকস্তব্ধ সারা দেশ। কলকাতায় শো করতে এসে কেকে মারা গিয়েছেন। তাই নিয়ে একাধিক...
Read more