উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শ্রাবণ মাসে উপচে পড়া ভিড় জল্পেশ মন্দিরে (Jalpesh Temple)। সেই ভিড় এড়াতেই গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। শ্রাবণ মাসের বাকি রবিবার ও সোমবার গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে পুণ্যার্থীরা যাতে বাইরে থেকেই জল ঢালতে পারে সেই ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। এছাড়া ভিড়ের ওপর নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শ্রাবণ মাস শুরু হতেই প্রতি রবিবার ও সোমবার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় জল্পেশের মন্দিরে। সেই ভিড়ের জেরে গত সোমবার এক পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন। তারপরই এ ব্যাপারে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেন ওই পুণ্যার্থী। সেই মামলার রায় হিসেবে আজ, শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জল্পেশ মন্দিরের গর্ভগৃহে পুণ্যার্থীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন। পাশাপাশি ভক্তদের উপর কোনও প্রবেশ মূল্য ধার্য করা যাবে না বলেও জানায় হাইকোর্টের সার্কিট বেঞ্চ।
সরকার পক্ষের আইনজীবী বিক্রমাদিত্য ঘোষ এবং প্রীতম দাস বলেন, ‘এক পুন্যার্থী মন্দিরে গিয়ে অসুস্থ হয়ে পরার পর মামলা দায়ের করেন। তার মামলার শুনানিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। আগামী বুধবার এই মামলার ফের শুনানি রয়েছে। আদালতে নির্দেশ ঠিক মতো পালন করা হল কী না এবং গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হল কী না সে ব্যাপারে আদালতকে বুধবার জানাতে হবে।’
এদিন আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন জল্পেশ মন্দির ট্রাষ্টি বোর্ডের সম্পাদক গিরিন্দ্রনাথ দেব। তিনি বলেন, ‘আগামী রবি ও সোমবারের জন্য বিচারপতি এই নির্দেশ দিয়েছেন। জল্পেশ মন্দির চালাতে বছরে প্রায় ৪০-৫০ লক্ষ টাকা খরচ হয়। পুন্যার্থীদের কাটা টিকিটের থেকেই এই খরচের বড় অংশ ওঠে। এখন তা ধাক্কা খাবে।’
আরও পড়ুনঃ লাইফ জ্যাকেট ছাড়াই নৌকোয় করে নদী পারাপার, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন