উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত মঙ্গলবার কলকাতায় অনুষ্ঠান শেষের পরে আকস্মিকভাবে প্রয়াত হন সংগীতশিল্পী কেকে(KK)। তারপর থেকেই তাঁর মৃত্যু নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছে। তুঙ্গে রাজনৈতিক তরজাও। এই অবস্থায় কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা করার অনুমতি চান আইনজীবী রবিশংকর চট্টোপাধ্যায়। মামলার অনুমতি দিয়েছে হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই অনুমতি দিয়েছে। এখন দেখার বিষয়, জনস্বার্থ মামলার জেরে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিলে কেকে মৃত্যু রহস্য কোন দিকে মোড় নেয়।
আরও পড়ুন : কেকের মৃত্যুতে হাইকোর্টের নয়া নির্দেশ