কলকাতা: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ ইস্যুতে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। স্কুল সার্ভিস কমিশনের অনিয়মের বিরুদ্ধে তদন্তের দাবিতে এই মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেছেন উলুবেড়িয়ার বাসিন্দা সুব্রত মণ্ডল।
মামলাকারীর বক্তব্য, সিবিআই বা সিআইডি আধিকারিকদের নিয়ে স্পেশাল টিম তৈরি করে তদন্ত করা হোক। কারণ বার বার আদালতে এসে থমকে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া। স্কুল সার্ভিস কমিশনের ভুলেই এটা হচ্ছে। সেজন্য তদন্ত হওয়া দরকার।