ফাঁসিদেওয়া, ১৫ সেপ্টেম্বরঃ ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের আগে সীমান্তরক্ষী বাহিনী ৬টি গোরু উদ্ধার করল। মঙ্গলবার ফাঁসিদেওয়ার ধনিয়া মোড় সংলগ্ন এলাকায় মহানন্দা বিওপি-র জওয়ানরা টহল দেওয়ার সময় গোরুগুলি আটক করেছে। এদিন বিষয়টি নিয়ে সীমান্তরক্ষীরা থানায় অভিযোগ জমা করেছে। পাশাপাশি, উদ্ধার হওয়া গোরু ফাঁসিদেওয়া থানার হাতে তুলে দেওয়া হয়েছে। পাচারে জড়িতদের কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।