নয়ারহাট: বিএসএফের(BSF) গুলিতে মৃত্যু হল এক গোরু পাচারকারীর। মৃতের নাম এক্রামুল মিয়াঁ। পালাতে গিয়ে ধরা পড়ল আরেক পাচারকারী। গণপিটুনির জেরে সে অসুস্থ হয়ে পড়লে তাকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙ্গা(Mathabhanga)-১ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ নলঙ্গিবাড়ি এলাকায়। খবর পেয়ে এলাকা পরিদর্শনে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ।
মাথাভাঙ্গা থানা ও বিএসএফ সূত্রে খবর, মৃত ব্যক্তির বাড়ি শীতলকুচি ব্লকের ছোটো মধুসূদন গ্রামে। আহত ব্যক্তির বাড়িও ওই একই ব্লক এলাকায়। অভিযোগ, বৃহস্পতিবার মধ্য রাতে নলঙ্গিবাড়ি এলাকায় কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশের দিক থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল তারা। সেই সময় পাচারকারীদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ হয়। ওই সময়ে বিএসএফের গুলিতে এক্রামুল গুরুতর জখম হয়। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আরেকজন পালানোর চেষ্টা করলে জনতার হাতে ধরা পড়ে যায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।