কলকাতা: সিবিআই হাজিরা এড়াতে ফের নাটক! চিনার পার্কের বাড়ি থেকে এসএসকেএমে(SSKM) পৌঁছোলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হল তাকে। জানা গিয়েছে, বুকে কিছু সমস্যা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোরু পাচার কাণ্ডে বুধবার সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের(anubrata mandal)। তার জন্য গতকাল বীরভূম থেকে কলকাতায় পৌঁছান তৃণমূল নেতা। এর আগেও অসুস্থতার কারণ দেখিয়ে বারবার হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। হাইকোর্ট থেকে রক্ষাকবচ না পাওয়ার পর ফের তাকে সিবিআই নোটিশ দেওয়া হয়। এদিন ফের তাকে তলব করেছিল সিবিআই। কিন্তু ফের হাজিরা এড়াতেই তিনি এমনটা করলেন বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুনঃ গোরু পাচার কাণ্ড, বুধবার হাজিরা দিতে পারেন অনুব্রত