লন্ডন, ১৫ জুনঃ বাংলাদেশি বংশোদ্ভূত কূটনীতিক আনোয়ার চৌধুরিকে কেইম্যান আইল্যান্ডের গভর্নর পদ থেকে সরিয়ে দিল ব্রিটেন। সে দেশের বিদেশমন্ত্রক জানিয়েছে, আনোয়ার চৌধুরির বিরুদ্ধে কয়েকটি অভিযোগের তদন্ত চলার কারণে তাঁকে সাময়িকভাবে ওই দায়িত্ব থেকে সরানো হয়েছে। এর আগে আনোয়ার চৌধুরি চার বছর বাংলাদেশে ব্রিটেনের হাইকমিশনার ছিলেন। ওই সময় সিলেটে তাঁর উপর গ্রেনেড হামলা হয়েছিল। ওই ঘটনায় তিনজনের মৃত্যু হয়, আহত হয়েছিলেন ৪০ জন। প্রশাসনিক কাঠামো অনুযায়ী গভর্নরই কেইম্যান আইল্যান্ডের প্রধান। ব্রিটিশ সরকারের পরামর্শে রানি তাঁকে নিয়োগ করেন।
কেইম্যান আইল্যান্ড হল বিশ্বের পঞ্চম বৃহত্তম ব্যাংকিং সেন্টার যেখানে ২৭৯টি ব্যাংক রয়েছে। এরমধ্যে ২৬০টি ব্যাংক আন্তর্জাতিক ব্যবসার জন্য অনুমোদিত।
- Advertisement -