আসানসোল: চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের অভিযান। জানা গিয়েছে, শুক্রবার সকালে কারখানার প্রশাসনিক ভবনে হানা দেয় সিবিআই। চণ্ডীগড় থেকে সিবিআই দলটি এসেছিল। কারখানায় যন্ত্রাংশ সরবরাহের নামে ১ লক্ষ ৬৮ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআই কারখানার চিফ মেটেরিয়াল ম্যানেজার রবিশেখর সিংকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় পবনকুমার সিং নামে এক ঠিকাদারকে। শুক্রবার ধৃতদের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আবেদনের ভিত্তিতে বিচারক ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন। এদিন বিকেলে সিবিআই অফিসাররা ধৃত দুজনকে নিয়ে চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা হন। যদিও কারখানার জনসংযোগ আধিকারিক চিত্রসেন মণ্ডল এই বিষয়ে তাঁর কিছু জানা নেই বলে মন্তব্য করেছেন।
৫০ বিঘা জমিতে অনুব্রতর খামারবাড়ি! কেয়ারটেকারের দাবি ঘিরে চাঞ্চল্য
নিউজ ব্যুরো: গোরুপাচার মামলায় কয়েকদিন আগে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেপ্তার করেছে সিবিআই (CBI)। তারপর থেকেই...
Read more