উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাথরস কাণ্ডের তদন্তভার সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন)-এর হাতে তুলে দিল কেন্দ্র। এজন্য এদিন কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সিবিআইয়ের লখনউ জোনের গাজিয়াবাদ শাখার আধিকারিকরা ঘটনার তদন্ত করবেন।
উত্তরপ্রদেশের হাথরসের বুলগড়ি গ্রামে ১৯ বছর বয়সী এক দলিত তরুণীকে নৃশংসভাবে হত্য়ার ঘটনায় উত্তাল হয়েছে গোটা দেশ। ১৪ সেপ্টেম্বর বাড়ির কাছেই ওই তরুণীর দেহ উদ্ধার হয়েছিল। ২৯ সেপ্টেম্বর দিল্লির সফদরজং হাসপাতালে তরুণীর মৃত্যু হয়। নির্যাতিতার পরিবারের অভিযোগ, তাঁকে গণধর্ষণ করা হয়েছে। যদিও উত্তরপ্রদেশ পুলিশ প্রথমে জানিয়েছিল, নির্যাতিতাকে ধর্ষণ করা হয়নি। পরে ফরেনসিক রিপোর্টেও একই কথা বলা হয়। কিন্তু তা মানতে নারাজ নির্যাতিতার পরিবারের লোকজন।
নির্যাতিতার মৃতদেহ পরিবারকে না দিয়ে রাতেরবেলা চুপিসারে পুড়িয়ে ফেলায় উত্তরপ্রদেশ পুলিশকে কাঠগড়ায় তোলা হয়। ঘটনায় সিবিআই তদন্তের দাবি ওঠে। সেই দাবি মেনে ৩ অক্টোবর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিবিআই তদন্তের সুপারিশ করেন। এজন্য কেন্দ্রকে রাজ্যের তরফে চিঠিও দেওয়া হয়। এবার রাজ্যের সুপারিশ মেনে হাথরস কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল কেন্দ্রীয় সরকার।