নয়াদিল্লি: সস্ত্রীক শেষকৃত্য সম্পন্ন হল চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াতের। দিল্লিতে শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন দেশের প্রথম সিডিএস’কে শেষ বিদায় জানাতে জাতীয় পতাকা হাতে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ।
#WATCH | Delhi: Citizens raise slogans of "Jab tak suraj chaand rahega, Bipin ji ka naam rahega", as the cortège of #CDSGeneralBipinRawat proceeds towards Brar Square crematorium in Delhi Cantonment. pic.twitter.com/s7sjV4vg73
— ANI (@ANI) December 10, 2021
ব্রার স্কোয়্যারে শেষকৃত্য সম্পন্ন হয়। চোখের জলে বিদায় জানান কন্যা কৃতিকা এবং তারিণী।
Delhi: Daughters of #CDSGeneralBipinRawat and Madhulika Rawat – Kritika and Tarini – pay tribute to their parents. Other members of the family also join them in paying last respects. pic.twitter.com/Wc88k8oZaF
— ANI (@ANI) December 10, 2021
ভেঙে পড়ল বিপিন রাওয়াতের হেলিকপ্টার, তদন্তের নির্দেশ বায়ুসেনার
প্রয়াত সিডিএসের শেষ যাত্রায় ৮০০ সেনা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানান মন্ত্রী রাজনাথ সিং, অজিত ডোভাল। ১৭ তোপধ্বনিতে গান স্যালুট দেওয়া হয়।
প্রসঙ্গত, বুধবার তামিলনাডুর কোয়েম্বাটোর ও সুলুরের মাঝে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার এমআই ১৭ভি৫ হেলিকপ্টার। ভেঙে পড়ার পর তাতে আগুন ধরে যায়। সেই কপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ মোট ১৪ জন। ঘটনায় সিডিএস ও তাঁর স্ত্রী সহ ১৩ জনের মৃত্যু হয়। মর্মান্তিক দুর্ঘটনায় কপ্টার সওয়ার সবার মধ্যে এখন বেঁচে রয়েছেন একমাত্র একজনই। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ।