হাসিমারা: গুরু গোবিন্দ সিংয়ের ৩৫৩তম জন্মজয়ন্তী উদযাপন করা হল আলিপুরদুয়ার জেলার হাসিমারায়। বুধবার গুরুদুয়ারায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করেন শিখ ধর্মাবলম্বী মানুষ। সেখানে পুজো ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।
গুরুদুয়ারা কমিটির চেয়ারম্যান হরদীপ সিং, সম্পাদক ভূপেন্দ্র সিং প্রমুখ জানান, প্রতি বছর হাসিমারার গুরুদুয়ারায় দিনটি সাড়ম্বরে পালন করা হয়। হাসিমারা, জয়গাঁ, হ্যামিল্টনগঞ্জ, মাদারিহাট, বীরপাড়া সহ বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এসে গুরুদুয়ারায় পুজো দিয়েছেন। ধর্মীয় রীতি মেনে আয়োজিত লংগরে কয়েকশো মানুষ ভোজন করেন। জেলার অন্যতম বৃহৎ হাসিমারা বায়ুসেনা ছাউনি সংলগ্ন গুরুদুয়ারা এদিন ফুল দিয়ে সাজানো হয়েছিল। গুরুদুয়ারা কমিটির সভাপতি ত্রিলোক সিং, সঞ্চালক চিরঞ্জীব সিং প্রমুখ জানান, ভক্তরা স্বাস্থ্যবিধি মেনে পুজোয় শামিল হয়েছেন।