চালসা: ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের ৪০ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হল চালসায়। মঙ্গলবার ডিওয়াইএফআই-এর মেটেলি জোনাল কমিটির তরফে চালসায় সিপিএমের দলীয় কার্যালয়ে সংগঠনের ঝান্ডা উত্তোলন করা হয়।
এদিন এক আলোচনা সভা শেষে ডিওয়াইএফআই-এর মেটেলি জোনালের সম্পাদক আশিস রায় জানান, এদিন চালসায় সিপিএমের দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে খুব কম সংখ্যক কর্মীদের নিয়ে দিনটি পালন করা হয়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সমীরণ দে, রবিউল ইসলাম সহ ডিওয়াইএফআই-এর দলীয় কর্মীরা।
- Advertisement -