নয়াদিল্লি: আর কিছুক্ষণের অপেক্ষা। এরপরই শুরু হচ্ছে পৃথিবীর বৃহত্তম টিকাকরণ অভিযান। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে করোনার টিকাকরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিকাকরণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
তালিকায় নাম থাকা সবাইকে টিকা নিতে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে মন্ত্রক এও জানিয়েছে, টিকা নেওয়াটা বাধ্যতামূলক নয়। কেউ টিকাকরণ কেন্দ্রে পৌঁছেও মত পাল্টালে তাঁকে টিকা না নিয়ে ফিরে আসার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। এদিন প্রথম ধাপে টিকাকরণের আওতায় রয়েছেন এক কোটি স্বাস্থ্যকর্মী। তাঁদের মধ্যে অন্তত তিন লক্ষকে সারা দেশের ৩,০০৬টি কেন্দ্র থেকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
দিল্লিতে প্রথম দিনে ৮১টি কেন্দ্রের মধ্যে ছয়টিতে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা দেওয়া হবে। ৭৫টিতে দেওয়া হবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড। প্রত্যেকে যাতে ২৮ দিনের ব্যবধানে একই প্রতিষেধকের দু’টি ডোজ পান, তা নিশ্চিত করতে রাজ্যগুলিকে বলা হয়েছে। অসমের ৬৫টি কেন্দ্রের মধ্যে ৫৯টিতে কোভিশিল্ড ও ছয়টিতে কোভ্যাক্সিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। পশ্চিমবঙ্গে টিকা দেওয়া হবে ২১২টি কেন্দ্রে। তবে প্রতি একশো জনের মধ্যে একজনের টিকা নেওয়ার পর সামান্য শারীরিক অসুবিধা বোধ হতে পরে বলেও আগেই সতর্ক করেছে কেন্দ্র। কোন কোন ক্ষেত্রে টিকা নেওয়া উচিৎ নয় নানা বিষয়ে নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র।