রায়গঞ্জ: একশো দিনের কাজ সহ আবাস যোজনায় দেশের শীর্ষে বাংলা। এই দুই প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্য়ে রাজ্য়ে পৌঁছেছে কেন্দ্রীয় দলের সদস্যরা। মঙ্গলবার সেই প্রতিনিধি দলের তিন সদস্য উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর, সারাই, রুপাহার, জয়নগর, গোয়ালগাঁও গ্রামে পৌঁছোন। সেখানে পৌঁছেই ১০০ দিনের কাজের পাশাপাশি, আবাস যোজনার ঘর প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখেন ও এলাকা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন রায়গঞ্জ বিডিও সহ প্রকল্পের জেলা আধিকারিকরা। যদিও প্রতিনিধি দলের সদস্যরা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। অন্য়দিকে, রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডলও কোনও মন্তব্য করতে চাননি এদিন।
যদিও শীতগ্রাম পঞ্চায়েতের প্রধান কনিকা নাগবংশী কোড়া অবশ্য বলেন, ‘একশো দিনের প্রকল্পের কাজের অগ্রগতি দেখার জন্য কেন্দ্রীয় সরকার আধিকারিকরা এসেছিলেন। তবে সব ঠিক আছে।’