কলকাতা: দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোভিড টেস্ট বাড়ানোর পরামর্শ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মন্ত্রকের তরফে চিঠিতে জানানো হয়েছে, করোনা আক্রান্ত রোগীকে শনাক্ত করে দ্রুত যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়, সেজন্যই এই পরামর্শ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব আরতি আহুজা প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়ে জানিয়েছেন, করোনায় সংক্রামিতদের দ্রুত শনাক্ত করতে নমুনা পরীক্ষা বাড়ানো প্রয়োজন। যদিও আইসিএমআরের পোর্টালের তথ্য অনুযায়ী, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনা পরীক্ষা কমেছে অনেকটাই। এছাড়া ‘হটস্পট’ এলাকা চিহ্নিত করা, হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেড, অক্সিজেন মজুত রাখার কথাও বলেছেন অতিরিক্ত সচিব।
অন্যদিকে, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। মঙ্গলবার সংক্রামিত হয়েছিলেন ২ লক্ষ ৩৮ হাজার ১৮ জন। অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়েছে ৪৪ হাজার ৮৮৯। বেড়েছে দৈনিক মৃত্যুও। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪১ জনের। গতকাল সেই সংখ্যা ছিল ৩১০। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮৮ হাজার ১৫৭ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮ লক্ষ ৩১ হাজার। পজিটিভিটি রেট ১৫.১৩ শতাংশ। গতকাল তা ছিল ১৪.৪৩ শতাংশ। দেশে ওমিক্রনে সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৬১। মঙ্গলবার সেই সংখ্যা ছিল ৮ হাজার ৮৯১।