নিউজ ব্যুরো: প্রকল্পের নাম বদল না করলে টাকা দেওয়া যাবে না, নবান্নে চিঠি পাঠিয়ে এমনটাই জানাল কেন্দ্র। এবিষয়ে পুজোর মধ্যেই রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোয়ন্নন মন্ত্রকের সচিব। বিভিন্ন প্রকল্পের প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে মাঝে মধ্যেই অভিযোগ করেন রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের বরাদ্দ টাকা চেয়ে প্রধানমন্ত্রীকে একাধিকবার চিঠিও দিয়েছেন তিনি। তার পরিপ্রেক্ষিতে এবার নবান্নে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় গ্রামোয়ন্নন মন্ত্রকের সচিবের পাঠানো সেই চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, ‘রাজ্যে কেন্দ্রীয় সরকারের অনুদানে যে সমস্ত প্রকল্প চলছে, সেগুলির নাম পরিবর্তন করতে হবে। কেন্দ্রের প্রকল্পগুলির যা নাম, তাই ব্যবহার করতে হবে। কেন্দ্রের নাম ব্যবহার না করলে টাকা দেওয়া যাবে না।’ তবে প্রশ্ন উঠছে, ১০০ দিনের প্রকল্পের নাম তো বদলায়নি, তাহলে সেই প্রকল্পের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না কেন? চিঠিতে বলা হয়েছে, ‘১০০ দিনে প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সুপারিশগুলি কার্যকর করতে হবে।’
আরও পড়ুনঃ Malda | হরিশ্চন্দ্রপুরে জমি বিবাদের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা