নিউজ ব্যুরো: গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত কোচবিহারের (Coochbehar) শীতলকুচির ১০ পুণ্যার্থীর পরিবারকে ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করবে কেন্দ্র। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ওই অর্থ দেওয়া হবে। আহতদের পরিবারকে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে টুইটে এমনটাই জানানো হয়েছে। এদিনই শীতলকুচির বিডিও অফিসে রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারের সদস্যদের হাতে দু’লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
রবিবার রাতে জল্পেশ মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ১০ জন পুণ্যার্থীর। জখম হন অন্তত ১৬ জন। বৃষ্টির জল জেনারেটরের সংস্পর্শে আসায় শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন সকলে। এমনটাই জানিয়েছেন কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার।
An ex-gratia of Rs 2 lakh each, from PMNRF, would be given to the next of kin of the deceased who got electrocuted in a van in Sitalkuchi, West Bengal. Rs. 50,000 would be given to the injured: PM Narendra Modi, while extending his condolences to the bereaved families https://t.co/Eu1M58ATDm pic.twitter.com/p2T6NOLxE0
— ANI (@ANI) August 2, 2022
আরও পড়ুনঃ কোচবিহারের মৃত ১০ পুণ্যার্থীর পরিবারকে ক্ষতিপূরণ রাজ্যের