নয়াদিল্লি: কেন্দ্র সরকার পিএফ-এ সুদের হার বাড়ানোর পরিকল্পনা করছে। একই সঙ্গে ইপিএফের আওতায় মাসিক পাঁচ হাজার টাকা পেনশন দেওয়ার কথাও চিন্তাভাবনা করা হচ্ছে বলে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর। । তাদের দাবি, এই দুটি বিষয় নিয়ে ইপিএফও চলতি সপ্তাহে বৈঠকে বসবেন। সম্ভবত আগামিকাল ২৮ অক্টোবর বৈঠক হবে।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, করোনার সময়ে দেশের আর্থিক সংকট ও লকডাউনের প্রভাব ইপিএফওর ওপরে কেমন পড়েছে তা নিয়ে আগামিকালের বৈঠকে কথা হবে। একই সঙ্গে পিএফ-কে কীভাবে আরও লাভজনক করা যায় তা নিয়ে আলোচনা হবে। বাজারে ইপিএফও-র বিনিয়োগ কেমন ফল দিচ্ছে তারও পর্যালোচনা করা হবে। শুধু তাই নয়, ইপিএফের ১০ লক্ষ কোটি টাকার তহবিল আরও কী ভাবে কাজে লাগানো যায় তা নিয়ে কথা হবে।
কিছু দিন ধরেই বহু ট্রেড ইউনিয়ন পিএফ-র ওপরে সুদের হার বাড়ানোর সওয়াল করে আসছে। ট্রেড ইউনিয়ন গুলির দাবিও কত যুক্তিসঙ্গত সে বিষয়েও বিস্তারিত আলোচনা হবে। বর্তমানে পিএফ-র ওপরে ৮.৫০ শতাংশ হারে সরকার সুদ দেয়।