কলকাতা: নেপাল সফরে কেন্দ্রের অনুমতি পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কাঠমান্ডুতে দলের সম্মেলনে হাজির থাকার কথা ছিল মমতার। কিন্তু শেষ মুহূর্তে অনুমোদন দিল না কেন্দ্র। বিদেশমন্ত্রকের তরফে ছাড়পত্র না মেলায় নেপালে যেতে পারছেন না তৃণমূল সুপ্রিমো। যদিও নবান্ন বা তৃণমূলের তরফে এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি। কয়েক মাস আগে রোমে বিশ্বশান্তি সম্মেলনে যেতেও ছাড়পত্র দেওয়া হয়নি মমতাকে। সেই সময় রোমে যেতে পারেননি তিনি।
সূত্রের খবর, সেদেশের প্রথম সারির রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের বার্ষিক কর্মসূচিতে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা চিঠি লিখেছিলেন মমতাকে।