শিলিগুড়ি: রাজ্য-কেন্দ্র কাজিয়া বহালই রইল৷ ফের মোদীর টিমের সঙ্গে অসহযোগিতার অভিযোগ উঠল ‘দিদি’র বাহিনীর উপর৷ আর সেই মন কষাকষিতে বাধা পেল করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আসা কেন্দ্রীয় টিমের উত্তরবঙ্গ সফর৷
রাজ্য সরকারের সহযোগিতা না মেলায় কালিম্পং যাওয়ার সিদ্ধান্ত বাতিল করলো কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুক্রবার উত্তরবঙ্গ সফরের পঞ্চম দিনে দিনভর এসএসবি-র উত্তরবঙ্গ সদর দপ্তরেই বসেই কাটাল পাঁচ সদস্যের কেন্দ্রীয় দল। বেলা তিনটা পর্যন্ত কেন্দ্রীয় দল ঘর থেকে বের হয়নি।
বৃহস্পতিবার শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডে পরিদর্শনে গিয়ে এই দলের প্রধান বিনিত যোশী সাংবাদিকদের জানিয়েছিলেন, শুক্রবার কালিম্পং যাওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু এদিন সকাল থেকে তাঁরা বের হননি। রাজ্য সরকারের কোনো প্রতিনিধিও দেখা করতে আসেননি। বেলা আড়াইটা নাগাদ কালিম্পং সফর বাতিলের কথা জানায় কেন্দ্রীয় দল।