রণজিৎ বিশ্বাস, রাজগঞ্জ: রাজগঞ্জের লায়ন্স হাসপাতাল কোয়ারান্টিন সেন্টার পরিদর্শন করল কেন্দ্রীয় প্রতিনিধি দল। সোমবার পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দল ফুলবাড়িতে যান। ফুলবাড়ি বাইপাসে দূরপাল্লার ট্রাক চালকদের সঙ্গে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা।
সেখান থেকে শিলিগুড়ি শহরে কয়েকটি জায়গা পরিদর্শন করার পর রওনা হন জলপাইগুড়ির দিকে। পথে রাজগঞ্জের করতোয়ায় লায়ন্স গ্রুপের হাসপাতালে কোয়ারান্টিন সেন্টারে তাঁরা যান। ওই কোয়ারান্টিন সেন্টারে ১৩ জন ভর্তি রয়েছেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি সবরকম ব্যবস্থা খতিয়ে তাঁরা খতিয়ে দেখেন। এরপর তাঁরা জলপাইগুড়ির দিকে রওনা হন। জানা গিয়েছে, এদিন তাঁরা জলপাইগুড়ির কয়েকটি জায়গা পরিদর্শন করবেন।
প্রসঙ্গত, এদিন ফুলবাড়ির ট্রাক টার্মিনাসে গিয়ে তাদের কনভয় দাঁড়ায় এবং মিনিট পনেরো সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা। এরপর শিলিগুড়ি অভিমুখে ঘোরে তাঁদের কনভয়। নৌকাঘাট, জলপাইমোড় হয়ে ৪১ নম্বর ওয়ার্ডে যান। তবে ওয়ার্ডে ঢোকার বিভিন্ন রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ থাকায় তাঁরা ওয়ার্ডের ভিতরে যেতে পারেননি।
আরও পড়ুন: শহরের ৪১ নম্বর ওয়ার্ড ঘুরে দেখল কেন্দ্রীয় প্রতিনিধি দল
এই ৪১ নম্বর ওয়ার্ডের জ্যোতিনগরেই করোনায় মৃত কালিম্পংয়ের মহিলার আত্মীয়ের বাড়ি। ওই মহিলা ১৯ মার্চ চেন্নাই থেকে এখানেই ফিরেছিলেন। পরে ওই মৃতার মৃতার চার আত্মীয় করোনায় সংক্রমিত হয়েছিলেন। জ্যোতিনগরে স্থানীয় ও পুলিশকর্মীদের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এরপর তাঁরা জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন।