চ্যাংরাবান্ধা: বিশ্ববাজারে গমের দাম হু হু করে বাড়ছে। এতে ভারত সহ প্রতিবেশী বিভিন্ন দেশে খাদ্য সুরক্ষা নিয়ে ঝুঁকির সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যার কারণে এবার বিদেশে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার। কেন্দ্রের বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে এ নিয়ে বার্তা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা বৈদেশিক বাণিজ্য কেন্দ্রেও। আর এই খবর ছড়িয়ে পড়তেই কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে ব্যবসায়ীদের একাংশের মধ্যে। এই নিষেধাজ্ঞা দীর্ঘদিন জারি থাকলে ব্যবসায় ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। তাঁদের বক্তব্য, বর্তমানে বাংলাদেশে গম, ভুট্টা ইত্যাদি খাদ্য পণ্যের ভালো চাহিদা রয়েছে বাংলাদেশে। যার কারণে গত কয়েক মাস থেকে চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়েও এইসব পণ্য বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে। এর মধ্যে গমও রয়েছে। বর্তমানে চ্যাংরাবান্ধায় পাঁচ শতাধিক গমবোঝাই ট্রাক দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশে রপ্তানির অপেক্ষায়।
যদিও শুল্ক দপ্তর ও ব্যবসায়ী সূত্রের খবর, গম রপ্তানির ক্ষেত্রে কেন্দ্রের তরফে নিষেধাজ্ঞা জারি করা হলেও ১২ মে’র মধ্যে যাঁরা বাংলাদেশে গম রপ্তানির জন্য চুক্তিবদ্ধ হয়ে গিয়েছেন। অর্থাৎ ওই তারিখের মধ্যে করা লেটার অফ ক্রেডিট, রেমিটেন্স ইত্যাদি যাঁদের তৈরি হয়ে গিয়েছে তাঁরা গম পাঠিয়ে দিতে পারবেন। তবে ওই নির্দিষ্ট তারিখের মধ্যে যত পরিমাণ গম রপ্তানির অনুমতি রয়েছে ততটুকুই পাঠাতে পারবেন। পরবর্তী নির্দেশিকা না আসা অবধি বাংলাদেশে গম রপ্তানি করা যাবে না।
চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক উত্তম সরকার বলেন, ‘চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়েও বাংলাদেশে গম রপ্তানি করা হয়। এই গম রপ্তানি নিয়ে একটি নির্দেশিকার কথা শোনা যাচ্ছে। সেটি নিয়ে আলোচনাও চলছে।’