পোর্টাল ডেস্ক: পেট্রোল-ডিজেলে সম্প্রতি কর কমিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রোলে ৫ টাকা, ডিজেলে ১০ টাকা শুল্ক কমিয়েছে কেন্দ্র। কেন্দ্রের পরপরই সেই পথে হেঁটে ২২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকা পেট্রোল ডিজেলে আলাদা করে ভ্যাট কমিয়েছে। কিন্তু এনিয়ে এখনও কোনও পদক্ষেপ করেনি বিরোধী শাসিত দেশের ১৪টি রাজ্য। এরমধ্যে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ যেমন আছে, তেমনি রয়েছে বাম শাসিত কেরালাও। নজিরবিহীন ভাবে যেসব রাজ্য পেট্রোল ডিজেলের উপর ভ্যাট কমায়নি সেই রাজ্যগুলোর তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। রাজ্যগুলোর উপর চাপ বাড়াতে কেন্দ্র এই কৌশল নিয়েছে বলে মনে করা হচ্ছে।
গত ২০২০ সালের মে মাস থেকে পেট্রোল-ডিজেলের দাম হু হু করে বেড়েছে। গত ১৭ মাসে দুই জ্বালানির লিটার প্রতি দাম বেড়েছে যথাক্রমে ৩৮ টাকা ৮৫ পয়সা এবং ২৯ টাকা ৩৫ পয়সা। এই পরিস্থিতিতে মানুষকে স্বস্তি দিতে দাম কমানোর পথে হাঁটে কেন্দ্রীয় সরকার। সামনের বছরের গোড়াতেই উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে নির্বাচন। ফলে রাজনৈতিক সমীকরণের দিকে তাকিয়েও এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। পাশাপাশি বিরোধী শাসিত রাজ্যগুলোকে কিছুটা চাপে ফেলতে চাইছে বিজেপি। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে পেট্রোল ডিজেলে ভ্যাট কমানোর দাবিতে বিজেপি সরব হতে শুরু করেছে। যদিও এনিয়ে এখনও কোনও ইঙ্গিত দেয়নি নবান্ন। বরং নবান্নের কর্তারা মনে করছে রাজ্যে এখনই কোনও নির্বাচন নেই। ফলে আচমকা আয়ের উৎসে আঘাত করে লাভ নেই। বরং নানা কল্যাণমূলক প্রকল্পে টাকা খরচ করতে গিয়ে সরকারের ল্যাজে গোবরে অবস্থা। সুতরাং পেট্রোল-ডিজেলে ভ্যাট কমানো নিয়ে অবিলম্বে কোনও পদক্ষেপের প্রয়োজন নেই।