নয়াদিল্লি: নতুন করে বাড়তে থাকা করোনা(corona) সংক্রমণের জেরে বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতি নিয়ে দিল্লি সহ পাঁচ রাজ্যকে সতর্ক করল কেন্দ্র। ইতিমধ্যেই দিল্লি, হরিয়ানা, মিজোরাম, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ প্রশাসনকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে, করোনা পরীক্ষার পরিমাণ বাড়াতে হবে। সেই সঙ্গে আক্রান্তদের খুঁজে বের করতে হবে। তাঁদের চিকিৎসা করতে হবে এবং সর্বোপরি টিকাকরণ বাড়াতে হবে। মাস্ক অবশ্যই পরতে হবে। ভিড় এলাকায় মাস্ক ছাড়া ঘুরলেই জরিমানা করতে হবে বলেও পরামর্শ দিয়েছে কেন্দ্র।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ পাঁচ রাজ্যকে পাঠানো এই চিঠিতে উল্লেখ করেছেন, আচমকাই পাঁচ রাজ্যে পজিটিভিটি রেট বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে লাগাতার নজরদারির প্রয়োজন রয়েছে। বিদেশ থেকে আসা যাত্রীদের নিয়মমাফিক করোনা পরীক্ষার পাশাপাশি রিপোর্ট পজিটিভ এলে তা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্যও পাঠাতে হবে।
আরও পড়ুন : মিউজিক ভিডিওর হাত ধরে মন্দাকিনী আসতে চলেছেন ক্যামেরার সামনে