রায়গঞ্জ: উত্তরবঙ্গ সংবাদের খবরের জের, বুধবার হাসপাতাল পরিদর্শনে গেলেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের লিফট সহ বিভিন্ন ওয়ার্ডের শৌচালয় দেখে রীতিমতো ক্ষুব্ধ হন তিনি। ৪৮ ঘণ্টার মধ্যে লিফট সাড়াই সহ সমস্ত শৌচাগার পরিষ্কারের নির্দেশ দেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। পাশাপাশি সাফাইকর্মীর সুপারভাইজারকে রীতিমতো ভৎর্সনা করেন তিনি। লিফটের দায়িত্বে থাকা নির্মাণ সংস্থার আধিকারিককেও তলব করেন তিনি। এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির সদস্য সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ কৌশিক সমাদ্দার, রায়গঞ্জ মেডিকেল কলেজের সহকারি অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকেরা।
প্রসঙ্গত, দীর্ঘ ২১ দিন ধরে লিফট খারাপ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হয় রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক থেকে শুরু করে নার্স, স্বাস্থ্যকর্মী ও রোগীর পরিবার পরিজনদের। হাসপাতালের বিভিন্ন তলগুলিতে প্রতিদিন সাফ সাফাইয়ের জঞ্জাল নামানো হয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহৃত দু’টি লিফট দিয়ে। জঞ্জাল যে লিফটে নামানো হয়, সেখানেই রোগীদের জন্য রান্না খাবার উপরে নিয়ে যাওয়া হয়। জঞ্জাল, মৃতদেহ নামানোর আলাদা লিফট না থাকায় উদ্বেগে থাকেন রোগী ও তাঁদের পরিবার, স্বাস্থ্যকর্মী থেকে সকলেই। ২১ দিন যাবৎ চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ব্যবহৃত লিফট খারাপ হয়ে রয়েছে ফলে ১০ তলার ওই হাসপাতালের বিভিন্ন তলার ওয়ার্ডে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের যাতায়াত করতে গিয়ে দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ।
আরও পড়ুন : দখল করা সরকারি জমি ছাড়ার নির্দেশ কালিয়াগঞ্জ পুরসভার