বালুরঘাট: রাস্তার উপরেই রান্নাঘর, রাখা ইট, বালি সুড়কি, ডেকোরেটারের যাবতীয় সামগ্রী। রাস্তা আটকে থাকায় চলাচল করাই দায় শহরবাসীর। তাই শহরের রাস্তা দখলমুক্ত করতে নিজেই পথে নামলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। যাঁরা গৃহ নির্মাণ ও গৃহস্থালির সামগ্রী দিয়ে রাস্তা আটকে রাখছেন, সটান তাঁদের বাড়িতে হাজির হয়ে যাচ্ছেন চেয়ারম্যান। জানিয়ে দিচ্ছেন, আগামী সোমবারের মধ্যে রাস্তা পরিষ্কার করে না দিলে কড়া পদক্ষেপ করা হবে। এদিন শহরের কিছু এলাকায় জেসিবি দিয়ে রাস্তা থেকে বিভিন্ন সামগ্রী ও আবর্জনা সরিয়েও দেওয়া হয়।
আরও পড়ুন : তৃণমূলের গোষ্ঠী লড়াই! মুড়িমুড়কির মতো পড়ল বোমা, চলল গুলি