রায়গঞ্জ, ১০ ফেব্রুয়ারিঃ জাপানে জাহাজে আটকে থাকা ভারতীয় তথা উত্তর দিনাজপুরের বাসিন্দাকে দেশে ফেরাতে ভারতের প্রতিনিধিরা যাচ্ছেন। কেন্দ্রীয় প্রতিনিধিরা মঙ্গলবার ভারতীয় নাগরিকদের ফেরানোর ব্যবস্থা করতে যাচ্ছেন। ফোন মারফৎ কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী একথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, সংসদ অধিবেশনের কিছু সময় পর বিদেশ মন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। প্রধানমন্ত্রীকে বিষয়টি নিয়ে বলা হয়েছে। উত্তর দিনাজপুরের বিনয় কুমার সরকারকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু করা হয়েছে। এবিষয়ে বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্কর জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বিদেশ মন্ত্রকের কথা বলার নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক বিদেশমন্ত্রকের সচিবরা জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। বুধবার জাপানে যেতে পারেন ভারতের প্রতিনিধিরা। জাপানের জাহাজে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সোমবার আরও ৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। ওই জাহাজে ৭৮ জন আক্রান্ত হয়েছেন৷ এমতাবস্থায় উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বাসিন্দা বিনয় কুমার সরকার দেশে ফিরতে মরিয়া হয়ে উঠেছে। চাকুলিয়াতে উদ্বিগ্ন তাঁর পরিবার। ঘরের ছেলে বাড়ি ফেরার প্রতীক্ষায় পরিবারের সদস্যরা প্রহর গুনছেন। ইয়োকোহামা বন্দরেই শিবির করে অসুস্থদের শরীরে করোনা ভাইরাস আছে কিনা, তা পরীক্ষা করা হচ্ছে। কারো শরীরে সেই ভাইরাস ধরা পড়লে, আইসোলেশন ওয়ার্ডে তাদের পর্যবেক্ষনের জন্য রাখা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী যত দ্রুত সম্ভব সকলকে উদ্ধার করার আশ্বাস দিয়েছেন।
গলার নলি কেটে বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে
ছুরি দিয়ে গলার নলি কেটে বাবাকে খুন করলো ছেলে। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের মানখাঁ...
Read more