মুরতুজ আলম, সামসী: লকডাউনে দুঃস্থদের পাশে দাঁড়াল চাঁচল বার অ্যাসোসিয়েশন। সোমবার চাঁচলে আইনজীবীদের উদ্যোগে অনাহারে-অর্ধাহারে থাকা দুঃস্থ পরিবারদের খাবার পরিবেশন করা হল।
চাঁচল-১ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন চাঁচল মহকুমা আদালতের মুখ্য সরকারি আইনজীবী অম্লান ভাদুড়ির সহযোগিতায় ও চাঁচল বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চাঁচলের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্ন, ডাল আলু, সয়াবিন ডিম রান্না করে পরিবেশন করা হয়।
আরও পড়ুন: মালদায় র্যাশন নিয়ে হয়রানির অভিযোগ
এই অন্নদান কর্মসূচি ৬ দিন ধরে চলবে। এদিন এই কর্মসূচির সূচনা করেন চাঁচলের প্রশাসনিক কর্তারা। উপস্থিত ছিলেন চাঁচল মহকুমাশাসক সব্যসাচী রায়, চাঁচল এসডিপিও সজলকান্তি বিশ্বাস, চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ ও জেলা পরিষদ কৃষি কর্মাধ্যক্ষ এটিএম রফিকুল হোসেন, আইনজীবী মোস্তফা কামাল প্রমুখ।
এই বিষয়ে মুখ্য সরকারি আইনজীবী অম্লান ভাদুড়ি জানান, আমরা চলতি ইংরাজি মাসের ২০ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত চাঁচল ১ নম্বর ব্লকের অন্তর্গত আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিদিন খাবার পরিবেশন করব। এই লকডাউনে যাতে কেউ না খেয়ে থাকে সেদিকে নজর রাখা হবে। তিনি আরও বলেন, এদিন প্রায় ১২ হাজার গরিব দুঃস্থ পরিবারের কাছে অন্নদান কর্মসূচি করা হয়। চাঁচল বার অ্যাসোসিয়েশনের তরফে প্রতিটি অঞ্চলে খাবার পৌঁছানো হয়।
চাঁচল মহকুমা আদালত চত্বর থেকে রান্না করা ভাত, ডাল, সবজি গাড়িতে করে বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে দুঃস্থদের মধ্যে তা বিতরণ করা হয়। এদিন চাঁচল হাসপাতালের রোগীদের আত্মীয় পরিজনদেরও অন্নদান করা হয়।