চাঁচল: মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ। চাঁচল-১ ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের বিলাসী এলাকার ঘটনা। চাঁচলের সাহাবাজপুর গ্রামের বাসিন্দা মুকুল আলিকে অপহরণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সোমবার পাঁচজনের নামে খরবা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন অপহৃত ব্যক্তির স্ত্রী আকতারি বিবি।
আকতারি বিবি জানান, তাঁর স্বামী দিঘাবসতপুরে মেয়ের বাড়িতে গিয়েছিলেন। রবিবার রাতে সাইকেলে চেপে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর স্বামীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মুলাইবাড়ি-সাহাবাজপুর গ্রামীণ সড়কের মাঝামাঝি বিলাসী এলাকায় একটি গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতী এসে মুকুল আলির মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অপহরণ করে বলে অভিযোগ।
খরবা ফাঁড়ির ইনচার্জ মনোরঞ্জন সরকার জানিয়েছেন, অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে অপহৃত ব্যক্তির সাইকেলটি উদ্ধারও করা হয়েছে।
আরও পড়ুনঃ বিধানসভায় আশ্বাসের ২৪ ঘণ্টার মধ্যেই শুরু রাজ্য সড়কের কাজ